Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় দুই পরিবারের দ্বন্দের জেরে শিশু হত্যা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৫:১১ পিএম

বগুড়ায় দুই পরিবারের দ্বন্দের জেরে বাঁশের তৈরী খাটিয়া দিয়ে আঘাত করে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুর নাম তাহসিন ফকির। সে বগুড়া সদরের পশ্চিম গোদারপাড়া এলাকার কুদ্দুস ফকিরের ছেলে। তাহসিন স্থানীয় ব্রাইট স্টার কেজি বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

গত মঙ্গলবার তাহসিনকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার একদিন পর বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহসিন

শিশু হত্যার বিষয়টি নিশ্চিত করে তাহসিনের মা তাসলিমা খাতুন বলেন, 'আমাদের পাশের বাড়ির আমিনুল ষড়যন্ত্র করে বাঁশের খাটিয়া দিয়ে আঘাত করে হত্যা করলো। আমি সন্তান হত্যার বিচার চাই।'

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত আমিনুলের সঙ্গে নিহত তাহসিনের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। মূলত তারই জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। তবে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হলে এক পর্যায়ে বাঁশ দিয়ে শিশুটিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে
তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, দুই পরিবারের দ্বন্দের জেরে শিশু তাহসিনকে হত্যা করা হয়। আমরা শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নিব।

একই বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, 'পশ্চিম গোদারপাড়া এলাকায় এক শিশুকে বাঁশের আঘাতে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার দাবি করছি।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু হত্যা

৫ ডিসেম্বর, ২০২১
১৭ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ