Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার নতুন স্ট্রেইনের কারণে জাপানে ঘোষণা আসছে জরুরি অবস্থার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৯:৪২ পিএম

করোনা থেকে রক্ষা পেতে টোকিও, সাইতামা, কানাগাওয়া ও চিবা রাজ্যের মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকে দ্রুত জরুরি অবস্থা ঘোষণার আহবান জানানো হয়েছিলো। তাদের আহবানে সাড়া দিয়ে দেশটির প্রধানমন্ত্রী চলতি সপ্তাহে এ চার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করবেন। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এক বক্তব্যে বলেন, করোনার নতুন স্ট্রেইন জাপানে ধরা পড়েছে। আক্রান্তও হয়েছেন অনেক মানুষ। -সিএনএন

জাপানকে করোনা থেকে রক্ষা করতে চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী সুগা আরও বলেন, প্রয়োজন হলে সামরিক বাহিনীর চিকিৎসকদেরও জনসাধারণের চিকিৎসায় নিযুক্ত করা হবে। সব হাসপাতালগুলোকে করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। গত রোববার পর্যন্ত করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫০ জন। মারা গিয়েছেন ১৫০ জন। শুধু টোকিওতে গত রোববার পর্যন্ত ৮১৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে আছে টোকিও। করোনার প্রথম পর্যায়ে জাপান জরুরি অবস্থা ঘোষণা করেছিলো। তখন স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ ছিলো। অপ্রয়োজনে মানুষের ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিলো। এখন জরুরি অবস্থা জারি হলে কি বিধি নিষেধ থাকবে, তা বলেননি প্রধানমন্ত্রী সুগা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ