Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলাপাড়ায় বাণিজ্যিক লালসায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ দৃশ্যমান, নির্বাক প্রশাসন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৭:৪২ পিএম

নতুন বছরের শুরুতেই দখলবাজী। কলাপাড়া পৌর শহরের বৈদ্য মন্দির সীমানা প্রাচীর লাগোয়া পাউবোর ওয়াপদা সড়ক ঘেঁষে বাণিজ্যিক লালসায় একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধ স্থাপনা নির্মাণ এখন দৃশ্যমান। সংশ্লিষ্ট প্রশাসনের রহস্য জনক নীরবতা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন বিরাজমান। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত জমি দখল করে ওই প্রভাবশালী মহল গত ৫ দিন ধরে বিরামহীন নির্মাণ কাজ চালিয়ে গেলেও দখলবাজ চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন প্রচলিত আইনের শাসন প্রয়োগ কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করনে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আইনী পদক্ষেপ না হওয়ায় দখলবাজ চক্রটি বেপরোয়া হয়ে বহাল তবিয়তে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

ওই এলাকার একাধিক সূত্র জানায়, দখলবাজ চক্রটি নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি বিক্রির জন্য দেন দরবার চালাচ্ছে। সকল মহলকে ম্যাসেজ করে নির্মাণ করা হচ্ছে বলে দখল বাজরা দম্ভোক্তি করছে। পাউবোর ওয়াপদা সড়ক লাগোয়া অবৈধ স্থাপনা নির্মাণে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, আমি ভ‚মি সহকারী কমিশনারকে বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খান মো: অলিউজ্জামান জানান আমি শুনেছি ঘর তুলেছে, অফিসের লোক পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ