Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে শ্মশান ভবন বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১১:৩০ এএম

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুরাদনগরে শ্মশানের ছাদ ধ্বসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১৫ জন। গতকাল রোববার ভারতের মুরাদনগরের উখলারসি গ্রামের উক্ত ঘটনা ঘটে।

জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই শ্মশান ভবনে অন্তত ৪০ জন আশ্রয় নেয়েছিল। পাশেই রাম ধন নামে এক ব্যক্তির শেষকৃত্যের কাজ চলছিল। সেখানে তার আত্মীয়-স্বজনসহ আরো অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় হঠাৎই ছাদ ভেঙে পড়ে।
এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং-ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
মেরঠের ডিভিশনাল কমিশনার অনিতা সি মেশরাম জানিয়েছেন, এই ঘটনায় কে বা কারা দায়ী, তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ