বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে ১৪ দিন আগে অপহরণের শিকার ১১ বছরের এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে রোববার সন্ধ্যায় আদালতে অভিযোগ করেছে উদ্ধার হওয়া শিশুটি। ধর্ষণ ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির প্রতিবেশী মো. রাকিব হোসেনকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অপহরণ ও ধর্ষণের শিকার ওই শিশু ফেনী শহরের মধ্যম চাড়িপুরে ভাড়াবাড়িতে থাকতো।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, গত ২০শে ডিসেম্বর ওই শিশুর মা ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। পরে শিশুটি অপহরণকারীদের অজান্তে তাদের একজনের মুঠোফোন থেকে তার বাবার কাছে ফোন করে। ফোনকলের সূত্র ধরে শনিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে অপহরণকারী দলের সদস্য শিশুটির প্রতিবেশী মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাকিব গ্রেপ্তার হওয়ার পর তার দুই সহযোগী পরদিন শিশুটিকে চট্টগ্রাম থেকে ফেনী শহরের ট্রাঙ্ক রোডে এনে ছেড়ে দেন।
রোববার দুপুরে পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। সন্ধ্যায় শিশুটিকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে তুলে ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।