Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম নিবন্ধন বাধ্যতামূলক অস্ট্রিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

এ বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতাম‚লক করেছে অস্ট্রিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও একই উদ্যোগ নিতে আহবান জানিয়েছে দেশটি। গত নভেম্বরে ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়ার সরকার। তার একটি ছিল ইমাম নিবন্ধন। ২০২১ সাল থেকেই সেটি কার্যকর হয়েছে। সে অনুযায়ী দেশটির সব ইমাম সরকারিভাবে এখন নিবন্ধিত হবে। ইউরোপীয় ইউনিয়নও যাতে একই উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আহবান জানিয়েছে অস্ট্রিয়া। শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যারোলিন এডস্টাডলার বলেন, ‘রাজনৈতিক’ ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি। চ্যান্সেলর সেবাস্টিয়ার কুর্ৎসের রক্ষণশীল দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এ সদস্য আরও বলেন, বেশিরভাগ ইমাম বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে আসেন। কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালাচ্ছেন। তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ‘ইসলামিস্ট’ ও ইহুদিবিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে। ইমাম নিবন্ধন ছাড়াও অস্ট্রিয়া বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উগ্র ডানপন্থী দল অস্ট্রিয়ান আইডেন্টিটারিয়ান মুভমেন্টের মতো চরমপন্থী সংগঠন এবং ‘ইসলামিস্ট› গোষ্ঠীগুলোর প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রিয়া

৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ