মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ৪৪ হাজার মানুষ লকডাউন এবং টিকা বাধ্যতামূলকের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার ভিয়েনাসহ দেশের বিভিন্ন শহরে সরকারের কোভিড নীতির বিরোধিতা করে বিক্ষোভ হয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়। টানা চতুর্থ সাপ্তাহিক ছুটির দিনে বিক্ষোভে অংশ নেন পশ্চিম ইউরোপের দেশটির লোকজন।
গত মাসে অস্ট্রিয়া টিকা না নেওয়া লোকজনের ওপর লকডাউন আরোপ করে। আজ রোববার তা শেষ হওয়ার কথা রয়েছে। অস্ট্রিয়ায় আজ লকডাউন শেষ হলেও কড়াকড়ি থাকছে। সে সময় আরও কয়েকটি দেশ একই সঙ্গে লকডাউন ও আংশিক লকডাউন আরোপ করে।
অস্ট্রিয়ার ডানপন্থি ফ্রিডম পার্টি এই বিক্ষোভে পৃষ্ঠপোষকতা করছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটিতে টিকা বাধ্যতামূলকের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে ফ্রিডম পার্টি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।