Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের কংগ্রেস স্পিকার ও সিনেট নেতার বাড়িতে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে। লাখ লাখ মার্কিনিদের জন্য অর্থছাড় না করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার মার্কিন সিনেট অর্থছাড়ের বিষয়টি আটকে দিয়েছিল। হামলার সময় মিচ ম্যাককনেলের বাড়ির সামনে রঙিন কালি দিয়ে লেখা হয়, ‘আমাদের অর্থ কোথায়?’
এমন হামলার কড়া জবাব দিয়েছেন মিচ ম্যাককনেল। তিনি বলেন, ‘আমাদের সমাজে ভাঙচুর ও ত্রাসের রাজনীতির কোনো স্থান নেই। আমি এবং আমার স্ত্রী এসব নোংরা খেলায় ভয় পাই না।’ পৃথক এ হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ