নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মৌসুমের শুরুতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিল না আর্সেনাল। তবে মাঝপথে আসতেই ছন্দে ফেরার আভাস দিচ্ছে মাইকেল আর্তেতার দল।
এ নিয়ে ৮ দিনে টানা তৃতীয় জয় পেলো গানাররা। চেলসি ও ব্রাইটনকে হারানোর পর এবার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে মাত্র ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে গানারদের দাপুটে জয় এনে দেন আলেজান্দ্রে লাকাজাত্তে। ৬০ ও ৬৪ মিনিটে দলের শেষ গোল দু’টি করেন তিনি।
এ নিয়ে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন ফরাসি ফরোয়ার্ড। এর আগে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্তেতার দল।
২৩তম মিনিটে কিরেন টিয়ার্নি ও ২৮তম মিনিটে বুকাও সাকার গোলে বিরতিতে যায় আর্সেনাল।
এই জয়ে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ১১তম স্থানে ওঠে এসেছে গানাররা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে ওয়েস্ট ব্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।