নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সাতে থেকে লিডস ইউনাইটেডের বিপক্ষে শুরু করেছিল টটেনহাম হটস্পার। ঘরের মাঠে প্রথম থেকেই দাপুটে সূচনা করে ৩-০ গোলের জয় পায় স্পার্সরা। এতে ২৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা লেস্টার সিটিকে গোল ব্যবধানে পেছনে ফেলে দলটি। সমান পয়েন্ট নিয়ে লেস্টারের অবস্থান চারে।
ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টিতে প্রথম গোলটি করেন হ্যারি কেইন। ক্লাবের হয়ে এটি তার ২০৫তম গোল। বিরতির দুই মিনিট আগে কেইনের অ্যাসিস্টে লিড দ্বিগুন করেন হুং মিন সন। ক্লাবের হয়ে এটি তার শততম গোল। কেইন-সন জুটি এই মৌসুমে যৌথভাবে ১৩ গোল করেছেন। যা ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্নের অ্যালেন শিয়ার ও ক্রিস সুটনের রেকর্ডের সমান। এরপর ৫০ মিনিটে টবি অ্যালডারইডের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে শেষ করে দলটি। এরপ্র আর কোন দলই পায়নি জালের দেখা। তবে কাঙ্খিত ৩ পয়েন্ট ঠিকই পকেটে পুড়ে নিয়েছে টনেটহাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।