Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান্ধী হত্যা, গুজরাট ও শিখ দাঙ্গার নেপথ্যে কারা : ওয়েইসি

দেশভক্তি হিন্দুদের চরিত্রের প্রাথমিক বৈশিষ্ট্য : মোহন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দু মানেই দেশপ্রেমিক। দেশভক্তি হিন্দুদের চরিত্রের প্রাথমিক বৈশিষ্ট্য। হিন্দুরা আর যাই হোক, দেশদ্রোহী হতে পারে না। আরএসএস প্রধানের এই মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে আরএসএস প্রধানের এমন বক্তব্যে বেজায় চটেছেন এআইএমআইএম’র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক টুইটে তিনি বলেন, তাহলে গান্ধীজির হত্যাকারীরা কী? নেলি গণহত্যার নেপথ্যে কারা? গুজরাট দাঙ্গায় এত মানুষের প্রাণ কারা কাড়ল ? শিখ দাঙ্গা কাদের কীর্তি? ভাগবত কী জবাব দেবেন? খবর টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার জে কে বাজাজ এবং এম ডি শ্রীনিবাসের লেখা ‘মেকিং অব আ হিন্দু প্যাট্রিয়ট : ব্যাকগ্রাউন্ড অব গান্ধীজি’স হিন্দ স্বরাজ’ বইটির উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করেন মোহন ভাগবত। তিনি বলেন, গান্ধীজি বলেছিলেন- আমার ধর্মই আমাকে দেশভক্তির শিক্ষা দেয়। আমি আমার ধর্মকে বুঝে দেশভক্ত হবো এবং অন্যদেরও বলবো ধর্ম থেকে শিক্ষা নিয়ে দেশভক্ত হতে। সংঘপ্রধান আরও দাবি করেন, স্বরাজ বোঝার জন্য স্বধর্ম আগে বোঝা জরুরি বলে উল্লেখ করেছিলেন গান্ধীজি। ভাগবতের বলেন, আপনি হিন্দু হলে আপনাকে দেশভক্ত হতেই হবে। কারণ দেশপ্রেম হিন্দুদের চরিত্রের মূল বৈশিষ্ট্য। একজন হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারে না। হয়তো কখনও কখনও তার মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতে হয়। কিন্তু দেশবিরোধী কখনই হতে পারে না। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ