মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তরপ্রদেশে তার কনভয়ে গুলি হামলার পরের দিনই ‘জেড’ স্তরের নিরাপত্তা পাচ্ছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন' (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। যদিও সরকারি নিরাপত্তা পাওয়া নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন ওয়েইসি। বলেছিলেন, ‘‘আমি কখনওই সরকারি নিরাপত্তা চাইনি। ভবিষ্যতেও চাইব না। মানুষকে নিরাপত্তা দেওয়া সরকারেরই কাজ।’’
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রচার সেরে দিল্লি ফিরছিলেন ওয়েইসি। সেই সময় হাপুরে একটি টোল প্লাজায় তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও গুলিতে গাড়ির টায়ার ফেঁসে যায় বলে ওয়েইসি জানিয়েছিলেন। এর পর গাড়ি বদল করে দিল্লি ফেরেন মিম প্রধান। ঘটনায় যুক্ত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
লোকসভার সাংসদ তথা মিম প্রধানের মতো ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ভোটমুখী উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। প্রসঙ্গত, এ বার ওয়েইসির দল উত্তরপ্রদেশের ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করে ভোটে লড়তে নামছে।
‘জেড’ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত ২২ জনের একটি বলয় নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে রাখে। তার মধ্যে চার থেকে ছ’জন এনএসজি কমান্ডো থাকেন। একটি এসকর্ট গাড়িও নিরাপত্তা বলয়ের অঙ্গ হিসেবে থাকে। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।