Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ভারত আমার পিতৃভূমি, পালাব না’, যোগীকে জবাব ওয়েইসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৪ পিএম | আপডেট : ১২:১৮ এএম, ৪ ডিসেম্বর, ২০১৮

যোগী আদিত্যনাথের হুঁশিয়ারির ২৪ ঘন্টার আগেই পাল্টা জবাব দিলেন হায়দবারাদের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘ভারত আমার পিতৃভূমি। কেউ আমাকে দেশ ছাড়া করতে পারবে না।’ মোদীর মনোভাবই ফুটে বেরিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর মুখে বলে মন্তব্য করেন তিনি।

গত রোববার তেলঙ্গানার একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, তেলঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি তেলঙ্গানা ছেড়ে পালিয়ে যাবেন, যেভাবে নিজাম হায়দরাবাদ ছাড়তে বাধ্য হয়েছিলেন।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় মিম কর্মী-সমর্থকদের মধ্যে। সোমবারই ওয়েইসি ভারতকে তার ‘পিতৃভূমি’ বলে উল্লেখ করে পাল্টা জবাব দিলেন। বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিহাসই জানেন না। নিজাম মির ওসমান আলি খান হায়দরাবাদ ছেড়ে পালাননি। তাকে রাজ প্রমুখ নির্বাচিত করা হয়েছিল। ভারত-চিন যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাকে বিপুল পরিমাণ সোনা দিয়েছিলেন।’
মোদী-যোগীকে এক পংক্তিতে বসিয়ে ওয়েইসি এ দিন আরও বলেন, ‘একজন মুখ্যমন্ত্রীর উচিত তার পদের মর্যাদা রক্ষার চেষ্টা করা। তার মন্তব্যও সেই পদের সঙ্গে মানানসই হওয়া উচিত।’ আরও কড়া ভাষায় জবাব দিয়েছেন ওয়েইসির ভাই আকবরউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘আমরা এমন নই যে পালিয়ে যাব। আমাদের এক হাজার পুরুষ এই দেশে বাস করবে।’
ওয়েইসির জন্মভূমি মূলত পুরনো হায়দরাবাদ। ২০১৪ সালে তেলঙ্গানার প্রথম বিধানসভা নির্বাচনেও সাতটি আসন পায় মিম। বিজেপির ঝুলিতে ছিল ন’টি আসন। তিনি আবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়েরও গুড বুকে। এ হেন ওয়েইসিকে আক্রমণ করে তেলঙ্গানায় বিজেপির পক্ষে হিতে বিপরীত হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক শিবির। সূত্র: এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাদউদ্দিন ওয়েইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ