Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কেও নতুন করোনা শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নতুন করোনাভাইরাস ছড়িয়ে পরা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন তুরস্ক। দেশটিতে ১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন রূপ। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের দেশে নতুন করোনাভাইরাস আছে কিনা সেটা জানতে আমরা তদন্ত চালাই এবং ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। যারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি আরো জানান এই ঘটনার পর যুক্তরাজ্য থেকে তুরস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যে ১৫ জন যুক্তরাজ্য থেকে তুরস্কে এসেছেন, তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শুক্রবার তুরস্কে নতুন করে ১২ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ