Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাডোনার ছবির নিচে কোকেন পাচারের চেষ্টা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ৭:১১ পিএম

সদ্য প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার ছবি ব্যবহার করে কোকেন পাচারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তার চেষ্টা বিফল করেছে বিমানবন্দর কর্মীরা।

ঘটনা ইস্তাম্বুল বিমানবন্দরে। গত বুধবার ইস্তাম্বুলে ২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়ে। বিমানবন্দর পুলিশ সূত্রে খবর, সদ্য প্রয়াত ম্যারাডোনার ১২টি ছবির নিচে লুকিয়ে পাচার করা হচ্ছিল। বিমানবন্দর কর্মীরা কোকেন পাচারের এই ছক ভেস্তে দেন। ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান ইস্তাম্বুল আসেন কলম্বিয়া থেকে। তার সঙ্গে ছিল ম্যারাডোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই তিনি কোকেন পাচার করার চেষ্টা করছিলেন।

জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে বিমানবন্দরের এক্স-রে মেশিনে। এর পরেই পুলিশ কুকুররা সতর্ক করে বিমানকর্মীদের। ছবি থেকে কোকেন উদ্ধার করার দৃশ্য ভিডিও করে রাখা হয়। সেখানেই দেখা যায় ম্যারাডোনার ছবির ভেতরে ফয়েল মোড়া কোকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ