Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের শোকজ পেলেন তকলিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ৬:৫৫ পিএম

ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে লালকার্ড পেয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড তকলিস আহমেদ। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে তিনি পেলেন কারণ দর্শানোর নোটিশও (শোকজ)! সেই নোটিশে বাফুফে জানতে চেয়েছে, এক ম্যাচ নিষিদ্ধের বেশি কেন শাস্তি দেয়া হবে না তকলিসকে?

আগামী বুধবারের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলেছে বাফুফের শৃংখলা কমিটি। তথ্যটি কাল নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি। তিনি বলেন, ‘ম্যাচের রেফারি আনিসুর রহমান সাগরের রিপোর্ট অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধের অধিকতর শাস্তি কেন দেয়া হবে না, সে ব্যাপারে তকলিসকে শোকজ নোটিশ দিয়েছে শৃংখলা কমিটি।’

শুক্রবার চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পর ম্যাচ শেষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের কাউসার আলি রাব্বির মুখে ঘুষি মারেন তকলিস। তাৎক্ষনিকভাবে তাকে লালকার্ড দেখান রেফারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ