Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী আগমনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন মেয়র লিটন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ৬:৩৭ পিএম

রাজশাহী পুলিশ একাডেমী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনই কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

শনিবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর বিমানবন্দরের ভিআইপি ওয়েটিংরুমে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন তাঁরা।

উল্লেখ্য, আগামীকাল রবিবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেন্ড গ্রাউন্ডে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনই কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ (ভার্চুয়াল) করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী প্রান্তে উপস্থিত থেকে সভাপতির বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ