মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিজেদের এক সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। গতকাল শুক্রবার (১ জানুয়ারি) রাজৌরি সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এ ঘটনা ঘটে।
ভরতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণরেখা লাগোয়া অঞ্চলগুলোতেও গুলি ছোঁড়া হয়। ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি-মর্টারশেল ছোঁড়া হয়। গোলাগুলির একপর্যায়ে নায়েব সুবেদার রবীন্দর নামে এক ভারতীয় সেনা নিহত হয়।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি-২০২০ সালে গড়ে প্রতিদিন ১৪ বার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। বিদায়ী বছরে পাকিস্তানের হামলায় ভারতের ৩৬ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র : ডিএনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।