Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৮:০০ পিএম

এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগের নতুন মৌসুম। এ মৌসুমে জনপ্রিয় কলকাতা মোহামেডানের পক্ষে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। যে কারণে প্রাণঘাতি করোনাভাইরাস মুক্ত হয়ে কাতারের দোহা থেকে গত ২২ ডিসেম্বর ঢাকায় ফিরে ২৪ ডিসেম্বর কলকাতায় যান তিনি। সেখানে বর্তমানে কোয়ারেন্টিনে থাকলেও রোববার অনুশীলন শুরু করবেন জাতীয় দলের অধিনায়ক। তার আগে শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের (এআইএফএফ) সঙ্গে আলাপচারিতায় নিজের নতুন মিশন ও লক্ষ্য নিয়ে কথা বলে জামাল ভূঁইয়া। তার কথায়,‘কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনো ভুল করেনি, তা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। আমি মোহামেডানকে শিরোপা জেতানোর জন্য লড়ব। সবার মতো আমারও প্রত্যাশা অনেক।’ জামাল যোগ করেন,‘ একজন ফুটবলার হিসেবে আমাকে নানা রকম চাপের সম্মুখীন হতে হবে। এই ধরণের চাপ আমার জন্য অনুপ্রেরণার। যদি চাপ না থাকে তাহলে তো কোন মজাও থাকে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই।’

তিনি জানান, সিদ্ধান্ত নিতে পরিবারের কাজ থেকে সাহায্য পেয়ে থাকেন। এ প্রসঙ্গে জামাল বলেন,‘নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। বাংলাদেশেও চ্যালেঞ্জ নিয়েছি। দেশে কয়েক বছর ধরে খেলছি। কোচ, সতীর্থ খেলোয়াড় ও ক্লাব সবকিছুই জানা হয়েছে। যখন কলকাতা মোহামেডানে খেলার সুযোগ পেলাম, পরিবারের সঙ্গে কথা বললাম। তারাও চ্যালেঞ্জ নিতে বলল।’

তিনি আরো বলেন,‘কলকাতায় আসার আগে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে জিজ্ঞেস করেছিলাম ভারতে খেলার ব্যাপারে। তিনিও বলেছিলেন-আমি হলে খেলতে যেতাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ