Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৩ নারীকে হত্যাকারী কুখ্যাত মার্কিন সিরিয়াল কিলার স্যামুয়েল লিটিল মারা গেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:৫১ পিএম

কুখ্যাত মার্কিন সিরিয়াল কিলার স্যামুয়েল লিটিল মারা গেছেন।ক্যালিফোর্নিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮০ বছর বয়সী স্যামুয়েল বুধবার রাজ্যটির একটি হাসপাতালে মারা গেছেন। তিন নারীকে হত্যার অভিযোগে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। কিন্তু মৃত্যুর আগে, ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট ৯৩ জন নারীকে হত্যার কথা স্বীকার করেন। -বিবিসি

কারা কর্তৃপক্ষ আরও জানায়, স্যামুয়েলের ভাষ্যমতে শিকারি হিসাবে তিনি দুর্বল নারীদের বাছাই করতেন । তার হাতে হত্যার শিকার অধিকাংশ নারীই ছিলেন পতিতা বা নেশাগ্রস্ত ছিল। পেশায় বক্সার স্যামুয়েল ভিকটিমকে বাঁচার কোনও সুযোগ না দিয়ে তার হাত দিয়ে ঘুষি মেরেই নারীদের হত্যা করতেন। আর তাই মৃত্যুর পর খুনির কোনও চিহ্ন বা প্রমাণ পুলিশ পেতো না। তার হাতে খুন হওয়া কোনও কোনও মৃতদেহ দেখে দুর্ঘটনাজনীত মৃত্যু ভেবে সবাই বিভ্রান্ত হতেন। কারও কারও মৃতদেহ কখনও খুঁজেই পায়নি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ