গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বুধবার রাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, কামরুল ইসলামকে রাত ১১টার দিকে বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিমানবন্দর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, মামলার তদন্তসংক্রান্ত কোনও কাজে মোটরসাইকেলে তিনি বিমানবন্দর এলাকায় যান। কামরুল সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।