Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের পর এবার প্রকাশ্যে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৪:১২ পিএম

কোভিড টিকা নিয়ে মানুষের মনে দ্বিধা-ভীতি দূর করার লক্ষ্যে সবার সামনে ভ্যাকসিন নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। সেই প্রতিশ্রুতি মতো প্রকাশ্যে ফাইজারের কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন বাইডেন। এবার জো বাইডেনের পর লাইভ টিভি সম্প্রসারণ অনুষ্ঠানে ভ্যাকসিন নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস। মঙ্গলবার ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টার (ইউএমসি)-তে মডার্নার প্রথম ডোজ নেন তিনি।

ভ্যাকসিন নেয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলা হ্যারিস মার্কিনিদের সাহস দিয়ে বলেন, ‘খুব সহজ ব্যাপার। কোনও ব্যাথাই লাগল না।’ কালো রঙের মাস্ক পরে এদিন ভ্যাকসিন নেন কমলা হ্যারিস। জো বাইডেনের টিকা নেয়ার ঠিক এক সপ্তাহ পর তিনি করোনার ভ্যাকসিন নিলেন প্রকাশ্যে। তিনি লাইভ টিভিতে বলেন, 'এটি আপনার জীবন বাঁচানোর জন্য একান্ত দরকার। এছাড়া আপনার পরিবারের জীবন, আপনার জাতির জীবনও বাঁচবে এর জন্য। আমার বিজ্ঞানীদের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। এছাড়া এই ভ্যাকসিন তৈরি করতে ও অনুমতি দেয়ার জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ। আমি সকলকেই বলব, যখনই আপনার সময় হবে, তখনই টিকা নিয়ে নিন।’

করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত যে দেশটি, তার নাম আমেরিকা। সংক্রমণ ও মৃত্যুতে বাকি দেশগুলোকে পিছনে ফেলে শীর্ষে রয়েছে। এক কোটি ৮৪ লাখের উপর করোনা আক্রান্ত। ৩ লাখ ২৬ হাজারের উপর মৃত্যু। ফলে, ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে গোটা বিশ্বের মতো মার্কিন নাগরিকরাও উদগ্রীব ছিলেন। কিন্তু, যে তাড়াহুড়োর সঙ্গে ভ্যাকসিন এসেছে, তাতে অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে ভ্যাকসিন নিতে আনাগ্রহ প্রকাশ করেন। তাই নিজেদের যাতে গিনিপিগ মনে না করেন মার্কিনরা, তার জন্য অভয় দিতে সর্বসমক্ষে টিকা নিতে এগিয়ে এসেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেয়া হচ্ছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন অগ্রাধিকারের তালিকায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠদেরও টিকা দেয়া হবে। তা ছাড়া হোয়াইট হাউসের কিছু স্টাফ থাকছেন টিকার অগ্রাধিকারের তালিকায়।

প্রকাশ্যে করোনা টিকা নিতে আগ্রহ দেখিয়েছেন তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা। তিন জনেই জানিয়েছেন, প্রকাশ্যে করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। বরং সকলের সামনে টিকা নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে চান তারা। এদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে টিকা নেন, তা নিয়েও জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তিনি আদৌও টিকা নেন কিনা সেই জিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। সূত্র: সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ