Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভরত কৃষকদের জন্য ফ্রি ওয়াইফাই দেবে আপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৭:২৬ পিএম

দিল্লির সিংঘু সীমান্তে প্রতিবাদী কৃষকরা যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সে জন্য ওয়াইফাই হটস্পট ইনস্টল করার কথা জানিয়েছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি। কিছু দিন আগেই বিক্ষোভরত কৃষকরা সিংঘু সীমান্তে দুর্বল ইন্টানেট পরিষেবার বিষয়টি উল্লেখ করেছিলেন। তার পরই আম আদমি পার্টির পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হল।

মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে আপ নেতা রাঘব চড্ডা জানিয়েছেন ‘কৃষকদের সেবাদার’ অরবিন্দ কেজরীওয়াল এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমরা চাই কৃষকরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন। তাই অরবিন্দ কেজরীওয়াল এবং দলের এই উদ্যোগ। আমরা বেশ কিছু এলাকা চিহ্নিত করেছি যেখানে ওয়াইফাই হটস্পট লাগানো হবে।’ চাহিদা বাড়লে পরে আরও হটস্পট লাগানোর কথাও এ দিন জানিয়ে রেখেছেন রাঘব।

ইতিমধ্যেই সিংঘু সীমান্তের কোথায় হটস্পটগুলি লাগানো হবে, তা ঠিক করে ফেলেছে আপ। প্রতিটি ওয়াইফাই হটস্পট ১০০ মিটার ব্যাসার্ধ জুড়ে কাজ করবে। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন সংশোধিত কৃষি আইন প্রত্যাহার করে নেয়ার জন্য। তার দলও এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। সূত্র: ফ্রি প্রেস জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ