Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৬:৩৩ পিএম

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে বিদায় করে ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো উত্তর বারিধারা ক্লাব। চার দলের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারলেও টানা দুই ম্যাচ জিতে শেষ আটে গেল তারা। অন্যদিকে টানা দু’ম্যাচ হেরে আগেই বিদায় ঘণ্টা বেজেছিল ব্রাদার্সের। তৃতীয় ম্যাচেও তারা বারিধারার কাছে হেরে ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়লো। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ৩-০ গোলে হারায় ব্রাদার্সকে। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার আইজেনি কচনেভ, অধিনায়ক সুমন রেজা ও মিসরের ডিফেন্ডার সৈয়দ মোহাম্মদ আবদেল রহিম একটি করে গোল করেন।

গ্রুপের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ ব্যবধানে হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় ম্যাচে আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছিল উত্তর বারিধারা। ব্রাদার্সের বিপক্ষেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় থাকে দলটি। ফলে সহজ জয়ও তুলে নেয় তারা। মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বারিধারা। যার ফলও তারা পেয়ে যায় ম্যাচের প্রথম দিকেই। ১৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার আইজেনি কচনেভ (১-০)। গোল শোধে মরিয়া হলেও ব্রাদার্সকে সেই সুযোগ দেয়নি উত্তর বারিধারা। বরং উল্টো গোল করে ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের ২৬ মিনিটে অধিনায়ক সুমন রেজা গোল করলে ব্যবধান দ্বিগুন হয় বারিধারার (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে

মাঠে নেমে প্রতিশোধ পরায়ন হয়ে মাঠে নেমে ম্যাচে ফিরতে চেষ্টা করে গোপীবাগের দল। কিন্তু তাতে কোন লাভ হয়নি। একটি গোলও শোধ দিতে পারেনি তারা। উল্টো তাদের উপর আরও চড়াও হয় ম্যাচের ৬০ মিনিটে উত্তর বারিধার তৃতীয় গোলটি পায়। এসময় মিসরীয় ডিফেন্ডার আবদেল রহিম গোল করেন (৩-০)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই শেষ আট নিশ্চিত করেই মাঠ ছাড়ে বারিধারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ