মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর কয়েকদিন পরই ক্ষমতা ছাড়তে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার আগে অনেক বির্তকের পর অবশেষে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস রিলিফ ফান্ডে স্বাক্ষর করলেন তিনি। ৮৯২ বিলিয়ন ডলারের এই ফান্ডে আগে সংশোধনের আহ্বান জানিয়ে কংগ্রেসে ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প।
সোমবারের মধ্যে বিলে স্বাক্ষর না করলে আংশিক সরকারি বন্ধ শুরু হতো। এর আগে ট্রাম্পকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে ফান্ডে স্বাক্ষরের তাগিত দেন জো বাইডেন।
দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার ত্রাণ ও ব্যয় প্যাকেজের অংশ এই ফান্ড। এই আইনের মাধ্যমে এক কোটি ৪০ লাখ বেকার মার্কিনি উপকৃত হবে।
করোনা রিলিফ ফান্ডের আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে। এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এককালীন ৬০০ ডলার করে অনুদানের জন্য ১৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।