মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভিবাসী ও শরণার্থীদের একটি দলকে গ্রিক কোস্ট গার্ড বাহিনী এজিয়ান সাগরের বুকে মৃত্যুর মুখে ফেলে রেখে গেলে তুর্কি কোস্ট গার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে। শুক্রবার তুর্কি নিরাপত্তা বাহিনী প্রকাশিত একটি ভিডিও দৃশ্যে গ্রিক বাহিনীর নির্মম আচরণটি ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুসহ শরণার্থীদের একটি দলকে রাবার বোটে তুলে তুরস্কের পানিসীমার দিকে ঠেলে দিয়ে চলে যায় গ্রিক কোস্ট গার্ড বাহিনী। পরে মুক্ত সমুদ্রের রুক্ষ পরিস্থিতিতে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত অভিবাসী ও শরণার্থীদের দলটিকে উদ্ধার করে তাদেরকে তীরে নিয়ে যায় তুর্কি বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার গ্রিক কোস্টগার্ড বোট ‘এলএস-৭০’ গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের একটি দলকে লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলে এনে একটি রাবার বোটে তুলে দেয়। পরে তাদেরকে তুর্কি পানিসীমার দিকে ঠেলে দিয়ে স্থানটি ছেড়ে চলে যায় গ্রিক বাহিনী। তুর্কি নৌ-বাহিনী কমান্ড (ডিজেকেকে) এজিয়ান সাগরে পুনরুদ্ধার এবং নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে ইউরোপ পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তুরস্ক ও গ্রিস। ২০১৬ সালের অভিবাসী চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার অভিযোগ করে ফেব্রুয়ারির শেষের দিকে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয় তুরস্ক। অন্যদিকে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে শরণার্থী নিয়মনীতির তোয়াক্কা না করে অভিবাসীদের সাথে অমানবিক আচরণ, বিপুল পরিমাণে ফেরত পাঠানো এবং সংক্ষিপ্ত নির্বাসনের জন্য গ্রিসকে অভিযুক্ত করে আসছে তুরস্ক। মানবাধিকারের এই স্পষ্ট অবমাননার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নও চোখ বন্ধ করে আছে বলে অভিযোগ দেশটির। গ্রিস বিভিন্ন পদ্ধতিতে অভিবাসীদের তুরস্কের দিকে ঠেলে দিচ্ছে মর্মে অক্টোবর মাসে প্রায় ৩০টি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রিসের ব্যাপারে ‘জরুরি তদন্তের’ দাবি জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শরণার্থীদের সাথে সাক্ষাৎকারের বরাত দিয়ে তুরস্কের স্থল ও সমুদ্র সীমান্তের দিকে অভিবাসীদের ফিরিয়ে দেয়ার অভিযোগ করেছে গ্রিসের বিরুদ্ধে। জাতিসঙ্ঘের শরণার্থী হাইকমিশন (ইউএনএইচসিআর)-সহ অন্যান্য অধিকার গোষ্ঠী এবং শরণার্থী সংগঠনগুলো বারবার গ্রিসের শরণার্থী বিতাড়নের ব্যাপারে বিশ্বাসযোগ্য প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণ তৈরির জন্য তদন্তের দাবি জানিয়েছে। তুর্কি কোস্ট গার্ড জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসে তারা ‘তুর্কি পানিসীমার দিকে গ্রিস কর্তৃক ঠেলে দেয়া’ ৩০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে। এ পর্যন্ত প্রায় ৪০ লাখ সিরিয়ান নাগরিককে আশ্রয় দিয়েছে তুরস্ক, যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।