Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে এক সউদি প্রবাসী নিখোঁজ :থানায় জিডি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৬:১৭ পিএম

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে নঈম আলী (৪০) নামের এক সৌদি প্রবাসী নিখোঁজ হয়েছেন। বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামের হাজি মকবুল আলীর পুত্র তিনি। নিখোঁজের ২৪ ঘন্টার পেরিয়ে যাওয়ার পর এবং সকল ।‌ আত্নীয় -স্বজনের বাসায় খোঁজখবর নেওয়া শেষেও তাঁর সন্ধান করেওতাকে প্ওায়া যায়নি। এ ব্যাপারে আজ (রোববার) শাহপরাণ (রহ.) থানায় সাধারণডায়েরি করেছেন নিখোঁজ নঈম আলীর শ্যালক দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক নিজামউদ্দিন টিপু।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ নঈম আলী প্রায় এক মাস পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে আসেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডাক্তার দেখাতে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে তার নিজগ্রাম কলুমা থেকে শিবগঞ্জস্থ স্ত্রীর বড় ভাইয়ের বাসায় ওঠেন তিনি। সেখানে থেকে তাঁরচিকিৎসা করান তিনি। গত (শনিবার ) তার ছেলেকে হাম-রুবেলার টিকা প্রদানের জন্য স্ত্রীকেসঙ্গে নিয়ে শিবগঞ্জস্থ একটি কেন্দ্রে যান। টিকা প্রদান শেষে শিবগঞ্জ বাজারে আসার পর স্ত্রী ওছেলেকে বাসায় পাঠিয়ে দেন এবং তাদের বলেন যে, আমি কিছু বাজার করব, একটু পরে বাসায়ফিরছি বলে জানান নঈম আলী। এদিকে নিখোঁজের ঘটনায় প্রবাসীর পরিবারে চলছে কান্নাররোল। তার মা কতুবি বেগম ও স্ত্রী হাসনা হুমায়রা সীমা তাদের ছেলে ও স্বামীর নিখোঁজের ঘটনায় পাগল প্রায়। তারা বারবার মুর্ছা যাচ্ছেন। নঈম আলীর মা ও স্ত্রী তাদের স্বজনকে ফিরে পেতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন। প্রবাসী নিখোঁজের ঘটনায় শাহপারণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইতিমধ্যে তদন্তের সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ