Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়িয়ে পড়েছে, বন্দুক হামলায় আরো তিনজন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১:০৪ পিএম

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই সহিংসতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার ২৬ ডিসেম্বর স্থানীয় সময় ৬টা ৫৫-এর দিকে রকফোর্ড শহরের ডন কার্টার লেন-এ হামলার খবর পায় পুলিশ।
সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও'শিয়া জানান, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। একটি ভবনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখি। পুলিশ ঘটনাস্থলে চলে আসার পরও হামলাকারী একটি ভবনের ভেতর অবস্থান করছিল। কিন্তু আমরা কোন ধরনের অ্যাকশনে যাইনি। কারণ, আমাদের উদেশ্যই ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা।'
পুলিশের মতে, সে এলোপাতাড়ি হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। কি কারণে সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি ইলিনয় রাজ্য প্রশাসন।
এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্র : সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ