Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কৃষ্ণাঙ্গ নারীর মৃত্যু, বর্ণবিদ্বেষের অভিযোগ যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি সুসান মুর নামের এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য তার চিকিৎসা ঠিক মতো করা হচ্ছে না। তার পরই মারা যান তিনি। এই ঘটনা সামনে আসতে কোভিডের চিকিৎসা নিয়ে আমেরিকায় বর্ণবিদ্বেষের অভিযোগ আরও একবার সামনে এল। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হাসপাতাল নর্থের বিছানায় শুয়ে সুসান মুর সেই ভিডিও করেন। সেখানে তাকে বলতে শোনা যায়, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে শরীরের বিভিন্ন প্রত্যঙ্গে। কিন্তু শ্বেতাঙ্গ চিকিৎসক সুরাহা করা তো দূরের, তাকে ছুঁয়ে পর্যন্ত দেখেননি। জানা গিয়েছে ২৯ সেপ্টেম্বর করোনাতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মুর। শ্বাসের সমস্যা ছাড়াও তার কফের সঙ্গে উঠে আসছিল রক্ত। কিন্তু বার বার অনুরোধ সত্ত্বেও স্ক্যান করানো হয়নি তার। এক চিকিৎসকের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কী হবে সে প্রশ্নও উঠেছে আমেরিকার বিভিন্ন মহলে। যদিও এই ঘটনার পর মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ