Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বড়দিন পালন হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, বর্ণিল সাজে, সীমিত পরিসরে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৩:০৪ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই যিশুর জন্মোৎসব বড়দিনের উৎসবে মেতেছে সিলেটের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তবে ব্যাপক আনুষ্ঠানিকতায় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস পরিস্থিতি। সে কারণে অন্য বছরের মতো এবার বড়দিনে থাকেনি তেমন উৎসব। ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে পালিত হচ্ছে এ বড়দিন। নগরীর নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে।সেখানে আজ (শুক্রবার) সকাল ১০টায় ডিকন নিঝুম সাংমার পরিচালনায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু সহ বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নগরের অন্যান্য গির্জায়ও নেওয়া হয়েছে বড়দিনের প্রস্তুতি। প্রতিবছর বড়দিনের সন্ধ্যায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে জড় হতেন চার্চে। চার্চের পক্ষ থেকেও থাকত বিভিন্ন আয়োজন। তবে করোনার কারণে এবার জনসমাগম বা বড়দিনের অন্যান্য উৎসব আয়োজন বাতিল করা হয়েছে। এদিকে, বড়দিনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যা তে না ঘটে সেজন্য চার্চগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তবে করোনা পরিস্থিতির জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি। বড়দিন উপলক্ষে সিলেট নগরীর নয়াসড়ক খ্রিস্টান মিশন, এয়ারপোর্ট রোডের বড়শালা, খাদিম এবং লাক্কাতুরায় বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাসহ মিশন এলাকা। স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়দিন

২৫ ডিসেম্বর, ২০২১
২৬ ডিসেম্বর, ২০১৯
২৬ ডিসেম্বর, ২০১৯
২৫ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ