মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। সে সময় ওই এলাকায় কাল ধোঁয়া দেখা গেছে। পুলিশ ঐ ঘটনাকে 'উদ্দেশ্যমূলক তৎপরতা' বলে উল্লেখ করেছেন।
শহরটির মেট্রো ন্যাসভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে।
ন্যাসভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
ন্যাসভিল ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শী বাক ম্যাকয় নামে এক ব্যক্তি জানান, বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। বিস্ফোরণে গাছ ভেঙে পড়েছে এবং সবখানে জানালা ভেঙে গেছে।
এই ঘটনায় দেশটির বিভিন্ন গোয়ান্দা বিভাগ তদন্তে নেমেছে।
ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, পুলিশ বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত বিভাগ এফবিআই ও এটিএফ একযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।