Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৩৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ফৌজদারহাট বাজার এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামের এক নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদুল আলম ফৌজদারহাট বাজারের ফরিদ স্টোরের মালিক। তার বাড়ি ফৌজদারহাট এলাকায়।

শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ফরিদ তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে ফৌজদারহাট বাজারের উত্তর পাশে জনৈক রফিকের বাড়ির পেছনে খালি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফরিদুলের লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ