Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হওয়ায় চিকিৎসা না পেয়ে অবশেষে....

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১১:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসককে শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে দেশটির একটি হাসপাতালের বিরুদ্ধে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওই ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক মৃত্যুর আগে চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ করে গেছেন। বিবিসি।

মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মৃত্যুর আগে করা চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রোববার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।

মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে মৃত্যুর আগে এক ভিডিও পোস্টে অভিযোগ করে যান ডা. মুরে।

তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি। সূত্র : বিবিসি



 

Show all comments
  • Md. Ibrahim ২৫ ডিসেম্বর, ২০২০, ১:৩৬ পিএম says : 0
    মানবাধিকারের ফেরিওয়ালার কান্ড।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ