Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীনের বহুমুখী খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন

আল্লামা নূর হোসাইন কাসেমীর স্মরণসভা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আল্লামা নূর হোসাইন কাসেমী (র.) হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল একজন নিষ্ঠাবান আলেম ছিলেন উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, এখলাছ ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি। ইসলাম-মুসলমান, দেশ ও জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আল্লামা নূর হোসাইন কাসেমী (র.) বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সাহসী ভ‚মিকা পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমীর স্মরণসভা ও দো’আ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন তিনি। নগরীর জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে ওই স্মরণসভা ও দো’আ অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহবায়ক মাওলানা সারোয়ার আলম ভ‚ইয়ার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সেক্রেটারি আলহাজ মাওলানা খলিলুর রহমান, মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জেহাদী, হাফেজ মাওলানা নুরুল হক সিরাজি, মাওলানা আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা ইজহারুল হক সিরাজি, হাফেজ মাওলানা মুহিবুল্লাহ বোরহান, মাওলানা জাহিদ আল হাবিব ও মাওলানা আবুল কালাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বীন

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ