Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধলেশ্বরীর তীরে গড়ে উঠা দ্বীন ফার্ণিচারের কারখানা উচ্ছেদ

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠা দ্বীন ফার্ণিচারের কারখানা গুড়িয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডবিøউটিএ । গতকাল মঙ্গলবার দুপুরে বিআইডবিøউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দুই মাস আগে এই দ্বীন ফার্নিচারে অভিযান চালাতে এসে হাইকোর্টের আদেশ থাকায় ফিরে অভিযানকারীরা। বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদী তীরে অবৈধভাবে গড়ে তুলেছেন দ্বীন ফার্ণিচার। এর আগে মামলা থাকায় উচ্ছেদ করা যায়নি। এখন তাদের আর বাধা নেই। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, দ্বীন ফার্নিচারের মালিককে আর কোন সময় দেয়া যাবে না। সরকারের নিয়ম অনুযায়ী আমরা আমাদের এ উচ্ছেদ অভিযান চালিয়ে যাবো। অবৈধ স্থাপনা থাকা পর্যন্ত এই অভিযান চলবে। দুপুর থেকে এই অভিযান শুরু হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই রফিকুল হক বলেন, বিনা নোটিশে আমাদের কারখানা উচ্ছেদ করেছে। আমরা কোন নোটিশ পায়নি। এ উচ্ছেদ অভিযানের ব্যাপারে আমাদের আগে নোটিশ দিলে আমরা নিজেরাই সকল প্রকার মালামাল সরিয়ে নিতাম। ধলেশ্বরী নদীবক্ষে আমাদের অনেক মূল্যবান জিনিসপত্র ভেসে যাচ্ছে। এ ব্যাপারে বিআইডবিøউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন জানান, গত ৪ জুন আমরা ধলেশ্বরী নদী তীরে প্রতিষ্ঠানটি উচ্ছেদ অভিযানের জন্য আসি। কিন্তু তা পারিনি। উচ্ছেদ অভিযানে এলেও প্রভাবশালী কোন প্রকার কর্ণপাত করেন নি। আইনের মারপেচে অভিযান কালক্ষেপণ করেছে। গত সোমবার মহামান্য হাইকোর্ট এ অবৈধ স্থাপনাটি উচ্ছেদের আদেশ প্রদান করলে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধলেশ্বরীর তীরে গড়ে উঠা দ্বীন ফার্ণিচারের কারখানা উচ্ছেদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ