Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুমিনের দায়িত্ব দ্বীনের উপর অটল থাকা

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডার দরবারে ভক্ত জনতার ঢল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর ৫৪তম খোশরোজ উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার মাইজভান্ডার দরবার প্রাঙ্গণে শেষ হয়েছে। বিশাল মাহফিলে সভাপতির বক্তব্যে শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, মুমিনের দায়িত্ব হচ্ছে প্রতিকূল কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সর্বদা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে রাখা। দ্বীনের উপর অটল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল-হাসানী, কার্যকরী সভাপতি সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। বক্তব্য রাখেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দীন মিয়া, কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক খলিফা আলমগীর খান, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন ভুঁইয়া চাঁদপুরী, সহ-প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ। মাহফিলে দরবার প্রাঙ্গণে ভক্ত জনতার ঢল নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বীন

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ