Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই কোটি স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদানশেষে রাহুল গান্ধী বললেন, দেশে কোনো গণতন্ত্র নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:৪৭ পিএম

দুই কোটি স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদানশেষে ও কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর আটকের প্রতিক্রিয়ায় ভারতের কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ’এর সাথে সাক্ষাত করে এই জনবিরোধী, কৃষক বিরোধী ও কালা আইন প্রত্যাহারের দাবি জানান তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবনে গিয়ে তার সাথে দেখা করে কংগ্রেসের পক্ষ থেকে ওই কৃষি আইনের বিরুদ্ধে জোগাড় করা দুই কোটি স্বাক্ষর সহ স্মারকলিপি প্রেসিডেন্টের হাতে তুলে দেয় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল।-টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

রাহুল ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন লোকসভার সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভার সংসদ সদস্য গুলাম নবি আজাদ প্রমুখ। স্মারকলিপি জমা দেওয়ার পর রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে কেন্দ্রকে নিশানা করেন রাহুল। দিল্লি পুলিশের হাতে প্রিয়াঙ্কার আটক নিয়ে রাহুলের মন্তব্য ‘ভারতের চিন্তাধারার ওপর এটা একটা হামলা। আমাদের দলের কার্যালয় থেকে বের হওয়ার সময় আমাদের সাংসদদের গতিপথ রোধ করছে সরকার। আসলে দেশে কোন গণতন্ত্র নেই। আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে গণতন্ত্র আছে, কিন্তু বাস্তবে তা নয় বেলৈ রাহুল উল্লেখ করেন। কৃষি আইনের প্রতিবাদ করেই মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়। এদিন বিকালের দিকে দিল্লিতে ২৪ নম্বর আকবর রোডে অবস্থিত কংগ্রেসের সদর কার্যালয় থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা শুরুর মুহুর্তেই প্রিয়াঙ্কা সহ অন্যদের আটক করা হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ পুলিশ থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ