নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই মোহামেডান-আবাহনী মর্যাদার লড়াই দেখলেন দেশের ফুটবলপ্রেমীরা। যে লড়াইয়ে ১৩ মিনিটে লন্ডভন্ড হলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মর্যাদার লড়াইয়ে আবাহনীর কাছে বিধ্বস্ত হলো মোহামেডান! বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপে ‘ডি’ গ্রæপের প্রথম ম্যাচে আবাহনী ৩-০ গোলে মোহামেডানকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দলের হয়ে স্থানীয় মিডফিল্ডার জুয়েল রানা দু’টি ও আফগানিস্তানের মিডফিল্ডার মাসি সাইঘানি একটি করে গোল করেন। এ ম্যাচ জিতেই শেষ আট নিশ্চিত করে আবাহনী।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আবাহনী। তাদের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের সামনে তারুণ্যনির্ভর মোহামেডানকে অনেকটাই অসহায় মনে হয়েছে। এ ম্যাচে আলো ছড়িয়েছেন জাতীয় দল ও আবাহনীর অভিজ্ঞ ডিফেন্ডার রায়হান হাসান। তিনটি গোলের সবগুলোর উৎসই ছিলেন তিনি। তার লম্বা তিন থ্রো থেকেই জুয়েল রানা ও মাসি সাইঘানি গোলগুলো করেন।
ম্যাচের ৪০ মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো থেকে আফগানিস্তানের মিডফিল্ডার মাসি সাইঘানি হেডে গোল করে আবাহনীকে এগিয়ে নেন (১-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের প্রথমার্ধে আরও এক গোল পায় আবাহনী। ৪৪ মিনিটে রায়হানের থ্রো থেকে বল পেয়ে ডি বক্সের মাথা থেকে মাসি সাইঘানি ব্যাকভলি নিলে মিডফিল্ডার জুয়েল রানা মাথা ছুঁইয়ে বল জালে পাঠান (২-০)। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও আর ম্যাচে ফিরতে পারেনি মোহামেডান। উল্টো ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এ সময় সেই রায়হান হাসানের লম্বা থ্রো থেকেই জুয়েল রানা ডান পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান (৩-০)। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে যেন খেই হারিয়ে ফেলে সাদাকালোরা। ম্যাচের বাকি সময় শত চেষ্টার পরও ব্যবধান কমাতে পারেনি তারা। ফলে বড় হারেই মৌসুম শুরু হলো মোহামেডানের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।