মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার সউদী যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দেওয়ার ব্যাপারে ভাবছে ট্রাম্প প্রশাসন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সউদী আরবের সাবেক একজন গোয়েন্দাকে কানাডায় হত্যাচেষ্টার ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ফেডারেল মামলাও হয়েছে। যদি ট্রাম্প প্রশাসনের অনুরোধ গৃহীত হয়, তাহলে সউদী যুবরাজ ওই মামলা থেকে রেহাই পেয়ে যাবেন। সউদী আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগীকে হত্যার ঘটনায়ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রসংগত সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সাদ আল জাবরি গত আগস্টে খোলামেলাভাবে অভিযোগ করেন, সউদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তাকে মেরে ফেলার জন্য কানাডায় একটি দল পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে তেমন প্রমাণ দিতে পারেননি জাবরি। উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার আগে নিজের ক্ষমতা ব্যবহারে বেপরোয়া হয়ে উঠেছেন ট্রাম্প। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।