Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকদের সমর্থনে কংগ্রেসের মিছিলে পুলিশী বাধা, প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:০১ পিএম

ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাষ্ট্রপতি ভবন অভিমুখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন মিছিল আটকে দিয়েছে ভারতের পুলিশ। পরে ছোট একটি প্রতিনিধি দলকে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। কংগ্রেসের প্রতিনিধি দলটি নতুন কৃষি আইন বাতিলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন। মিছিল থামানোর পর রাহুলের বোন প্রিয়াংকা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে বাসে করে থানায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দুই কোটি স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দিতে গেলে পথে পুলিশ বাধা দেয়। প্রতিবেদন আরও বলা হয়, সে সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েক নেতাকর্মীদের আটক করে দিল্লি পুলিশ।
পুলিশী বাধার মুখে প্রিয়াংকা গান্ধী গণমাধ্যমকে বলেছেন, ‘এই সরকারের বিরুদ্ধে কোনো মতামত দিলেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। আমরা কৃষকদের প্রতি সমর্থন জানাতে এই মিছিল করছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এবং তারা নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার জনগণের আছে। তাদেরকে সেই অনুমতি দেওয়া উচিত। এখানে সমস্যা কোথায়? রাস্তায় তাঁবু খেটে থাকা লাখ লাখ কৃষকের কথা সরকার শুনতে প্রস্তুত নয়।’
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই যে কৃষি আইন বাতিল হওয়ার আগ পর্যন্ত এসব কৃষক বাড়ি ফিরবে না। সরকারের উচিত পার্লামেন্টে একটি যৌথ অধিবেশন ডাকা এবং আইনগুলো প্রত্যাহার করা। বিরোধী দলগুলো কৃষক এবং শ্রমিকদের সঙ্গে আছে।’
ভারতে কোনও গণতন্ত্র নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে তাদেরকেই সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, ‘এমনকি সেটা (আরএসএস প্রধান) মোহন ভগাওয়াত হলেও’। সূত্র : ডিএনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ