Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত সম্মেলন চলাকালেই হত্যা বাংলাদেশিকে

বিজয় দিবসে ফুলের পরিবর্তে লাশ উপহার!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফয়ের ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন চলাকালে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফ গুলি করে এক বাংলাদেশি হত্যা করেছে। গত মঙ্গলবার রাতে তিনি গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশীদের হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন বিএসএফয়ের শীর্ষ কর্মকর্তারা। কিন্তু তাদের প্রতিশ্রুতি বাস্তবে কখনোই প্রতিপলিত হয়না। উল্টো সীমান্ডে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। অন্যদিকে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএসএফ ফুলের পরিবর্তে বাংলাদেশি লাশ উপহার দিয়েছিল। সেদিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে বিএসএফ জাহিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গোবরাকুড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। গত মঙ্গলবার রাতে গোবরাকুড়া সীমান্ত এলাকায় গেলে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ-৫৫ টহলরত দল তাকে গুলি করে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক বলেন, বিএসএফের গুলিতে আহত হন ওই ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত ব্যক্তি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন।
হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের খবর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন।

বিজয় দিবসে ভারত ফুলের পরিবর্তে বাংলাদেশি লাশ উপহার!
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়। পরে তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ। গত ১৬ ডিসেম্বর ভোর ৫টায় সীমান্তের ৮৫২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, সীমান্তের ৮৫২নং মেইন কাছে ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল গরু আনতে যায়। এ সময় ভারতের রাণীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ টেনে হেঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ