Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্থ-কেলেঙ্কারি ব্লাটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে অর্থ ব্যয়ে অনিয়মের কারণে সাবেক সভাপতি সেপ বøাটারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গতপরশু ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযোগটি জুরিখের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। অভিযোগে জাদুঘরের প্রকল্পে বøাটার ও অন্যান্য প্রাক্তন কর্মকর্তাদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
বøাটারের বিরুদ্ধে ফিফার আর্থিক অনিয়মের সর্বশেষ অভিযোগ এটি। এর আগে, ২০১৫ সালে একের পর এক দুর্নীতির কেলেঙ্কারির মাঝে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তবে ৮৪ বছর বয়সী এই সুইস নাগরিক কোনো ধরনের অন্যায়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ফিফা জানিয়েছে, সাবেক সভাপতি বøাটারের প্রশাসনের কারণে সংস্থাটির মালিকানা বহির্ভ‚ত একটি বিল্ডিং সংস্কারে ৫০০ মিলিয়ন সুইস ফ্রাঁ (৪২০ মিলিয়ন পাউন্ড) ব্যয় হয়েছে। পাশাপাশি কঠিন শর্তে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের একটি চুক্তিতেও তাদেরকে আটকে ফেলা হয়েছে। ফিফা আরও বলেছে, সুইজারল্যান্ড ও অন্যান্য স্থানের কর্তৃপক্ষকে সহযোগিতা অব্যাহত রাখা হবে, যেন ফুটবলকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে তাদের কাজের জন্য দায়ী করা যায়।
১৭ বছর ফিফার সভাপতি থাকা বøাটার পদত্যাগের ঘোষণা দেওয়ার দুবছর আগে, অর্থাৎ ২০১৩ সালে জাদুঘরটির প্রকল্পের কাজ শুরু হয়েছিল। ফিফার অভিযোগের জবাবে বøাটারের আইনজীবী লরেঞ্জ এর্নি বলেছেন, ফিফার অভিযোগ ভিত্তিহীন এবং তারা এটাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন। বøাটার বর্তমানে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে ছয় বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ