Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ দিনে দুর্ঘটনায় ৬৯০ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গত ২১ দিনে ৬৯০ জন মানুষের মৃত্যু হয়েছে। চলতি ডিসেম্বর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটে। ক্রিসমাস সামনে রেখে প্রতিবছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। তবে ২০১৯ সালের ডিসেম্বরের চেয়ে এবার এখন পর্যন্ত মৃত্যুহার ০.৫ শতাংশ কম। মঙ্গলবার দেশটির যোগাযোগ মন্ত্রী ফিকিল এমবুলুলা প্রিটোরিয়া তার নিজ কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, ডিসেম্বরে ক্রিসমাস আসলেই সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। মূলত ক্রিসমাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বৃদ্ধি পায়। চলতি ডিসেম্বরে এ পর্যন্ত ৬৯০ জন মারা গেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে একই সময়ে প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছিল। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ