বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পুকুর থেকে গত রাত ১০টার দিকে অজ্ঞাত বৃদ্ধা (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়, দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের বাসিন্দা আবদুল মালেকের বাড়ির পাশে পুকুরে সন্ধ্যার দিকে এক বদ্ধার লাশ দেখে প্রতিবেশি মিস্টার আলী নামের এক ব্যক্তি। মূর্হুতেই খবর ছড়িয়ে পড়লে পুকুর পাড়ে শত শত মানুষের ভিড় জমে। এ সময় থানা পুলিশের সহযোতিায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০টার দিকে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত ওই বৃদ্ধার কোন পরিচয় পায়নি পুলিশ।
থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, বহরমপুর গ্রামের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় হাজতে রাখা হয়েছে। তবে এখনও তার পরিচয় মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।