Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছরেই তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তানে ট্রেন চলবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মূল প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ায় ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ (আইটিআই) ট্রেনটি পরিষেবাটি আগামী বছরই আবার চলাচল করবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল ক্যারাইসমেলোগøু এই তথ্য নিশ্চিত করেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। ইস্তাম্বুলে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) দশমতম যৌথ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ক্যারাইসমেলোগøু বলেছেন যে, রেলপথ প্রকল্পটি ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। রেল রুটটি মোট সাড়ে ৬ হাজার কিলোমিটার দূরত্ব কভার করবে। এটি ইরানে ২ হাজার ৬০০ কিলোমিটার, তুরস্কে ১ হাজার ৯৫০ কিলোমিটার এবং পাকিস্তানে ১ হাজার ৯৯০ কিলোমিটার দৈর্ঘ্যে ছড়িয়েছে। আইটিআই কাঠামোটি ২০০৯ সালে চালু হয়েছিল এবং ইসির অধীনে একটি প্রকল্প হিসাবে এটি বিদ্যমান। সূত্র : মিডল ইস্ট মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ