নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অর্থ সংকটে থাকায় দেশের ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। তবে প্রতিকূল পরিস্থিতি এখনো বিদ্যমান থাকলেও তারা গতকাল থেকে শুরু হওয়ায় মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে ঠিকই খেলছে। আনছে বিদেশি কোচও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আশা মুক্তিযোদ্ধা সংসদ প্রিমিয়ার লিগেও খেলবে। নতুন মৌসুমে মুক্তিযোদ্ধার ডাগআউটে দেখা যাবে মালয়েশিয়ান কোচ রাজা ইসা আকরাম শাহ’কে। দলের সঙ্গে যুক্ত হতে ২৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন। এদিনই ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে ‘ডি’ গ্রুপে মোহামেডানকে মোকাবেলা করবে মুক্তিযোদ্ধা। তথ্যটি মঙ্গলবার নিশিচত করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা রাজা ইসা’র টিকিট কেটে ফেলেছি। ২৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন এটা নিশ্চিত। শত কষ্টের মধ্যেও আমরা বিদেশি কোচ আনছি। আমরা চেষ্টা করবো ফেডারেশন কাপে ভালো খেলা উপহার দিতে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।