Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের জার্সি স্পন্সর ওরিয়ন গ্রুপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ৭:৪২ পিএম

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের জার্সি স্পন্সর হয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। মঙ্গলবার বিকেলে আনন্দঘন এক অনুষ্ঠানের মাধ্যমে মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়নে মোহামেডানের জার্সি স্পন্সর লোগো উন্মোচন, অধিনায়কের ব্যাজ প্রদান এবং জিম ও ফিজিও রুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মোহামেডানের সাবেক ফুটবলারদের মধ্যে ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, ইমতিয়াজ সুলতান জনি, হাসানুজ্জামান খান বাবলু, আব্দুল গাফফার, জসিম উদ্দিন জোশি, রিয়াজ উদ্দিন রিয়াজ, কায়সার হামিদ, ছাঈদ হাছান কানন, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও ইমতিয়াজ আহমেদ নকিব, সংগঠক ফজলুর রহমান বাবুল, সাজেদ এ এ আদেল, দল নেতা আবু হাসান চৌধুরী প্রিন্স, ওরিয়ন গ্রুপের হেড অব এডমিন ফরহাদ হোসেন এবং সদ্য প্রয়াত মোহামেডানের আরেক সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রী রায় বৃষ্টি ও ছেলে অভিরুপ রায় বর্ণ। অনুষ্ঠানে জার্সি স্পন্সর লোগো উন্মোচনের পর এ মৌসুমে মোহামেডানের অধিনায়ক জাপানি মিডফিল্ডার উরু নাগাতাকে ব্যাজ পড়িয়ে দেন জাকারিয়া পিন্টু। বাদল রায়ের মেয়ে বৃষ্টি ও ছেলে বর্ণকে মোহামেডানের লোগোযুক্ত মাফলার উপহার দেন সাবেক ফুটবলার জনি, কায়সার হামিদ ও সাব্বির। এসময় বৃষ্টি তার বক্তব্যে বাদল ফাউন্ডেশন গঠনের জন্য সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব রাখেন। এছাড়া অনুষ্ঠানে যশোর মোহামেডানের চোট আক্রান্ত গোলরক্ষক মো.সানোয়ার হোসেন বনির চিকিৎসার ভার নেয়ার ঘোষণা দেয় ওরিয়ন গ্রুপ।
ক্যাসিনো কা-ে জড়িত থাকার অভিযোগের কারণে গত বছর বিপর্যস্ত হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তখন দলের খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে ক্লাব কর্তাদের। সাদাকালোদের সেই দুর্দিনে স্বতস্ফুর্তভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহামেডানের সাবেক সভাপতি ও দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। ক্লাবের দুঃসময়ে আর্থিক ও সংগঠনিক দক্ষতা দিয়ে মোহামেডানকে আগলে রেখেছিলেন তিনি। তখন তার পাশে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স, স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ, একাত্তর টিভির কর্ণধার মোজাম্মেল বাবু ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলার প্রয়াত বাদল রায়সহ ক্লাবের বেশ কিছু সাবেক ফুটবলাররা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ