মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে বিপুল সংখ্যক ইমেইল একাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে। সোমবার এ তথ্য জানিয়েছে ডেমোক্রেটিক দলের সিনেটর রন ওয়াইডেনের অফিস।
লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়টি সম্পর্কে সিনেট ফিনান্স কমিটির স্টাফদের ব্রিফ করা হয়েছে। বলা হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্টের ইমেইল বড় মাত্রায় হ্যাক হয়েছে। তবে তা কতটা গুরুত্বর এ বিষয়ে পরিষ্কার জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, সিনেট ফিন্যান্স কমিটিতে ওয়াইডেন হলেন ডেমোক্রেট সবচেয়ে সিনিয়র সদস্য।
তিনি বলেছেন, মাইক্রোসফট তাদের এজেন্সিকে জানিয়েছে এই হ্যাকের ঘটনা। তারা বলেছে, বিপুল সংখ্যক একাউন্ট হ্যাক হয়েছে। একই সঙ্গে হ্যাকাররা ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস ডিভিশনেও প্রবেশ করেছিল। এই বিভাগটি এই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ‘হোম’ বলে পরিচিত।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হ্যাকাররা কি মাত্রায় হ্যাক করেছে, কতটা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায় নি। তবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বলেছেন, ট্যাক্স বিষয়ক এজেন্সি হ্যাকের পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।