Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রবিবার অন্তত আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকি সামরিক বাহিনী ও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে রাজধানী বাগদাদে অবস্থিত দূতাবাসটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম । ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত দূতাবাসটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ হামলা চালানো হয়। ইরাকের মাটিতে যুক্তরাষ্ট্রের হাতে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকান্ডের বার্ষিকী সামনে রেখে এমনিতেই নতুন সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটলো। ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, একটি নিষিদ্ধ গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এ ঘটনায় একটি চেকপয়েন্টে কর্মরত একজন ইরাকি নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ি ও একটি আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই কমপ্লেক্সটি সাধারণত ব্যবহার হয় না। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা প্রতিহত করতে দূতাবাসের সি-র‌্যাম ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়। তবে এতে দূতাবাস কম্পাউন্ড সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ