Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বন্দুকযুদ্ধের পর নাইজেরিয়ায় অপহৃত ৮৪ শিশু উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, তারা কাটসিনা রাজ্যের মাহুতা গ্রামের অপহৃত অন্তত ৮৪ জন স্কুলশিশুকে উদ্ধার করেছে। শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে গ্রামে ফেরার পথে বন্দুকধারীরা ওই শিশুদের অপহরণ করেছিল বলে জানিয়েছে তারা। পুলিশ আরও জানায়, তারা ও স্থানীয় পাহারাদাররা অপহরণকারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে নেমে শিশুদের মুক্ত করে আনেন। এ নিয়ে নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে আট দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো গণ অপহরণের ঘটনা ঘটল। এর আগে রাজ্যটির কানকারা শহরের একটি বোর্ডিং স্কুলের ৩৪৪ জন ছাত্রকে অপহরণ করেছিল বন্দুকধারীরা, শুক্রবার তাদের মুক্তি দেওয়া হয়। শনিবারের ঘটনাটির পর এক বিবৃতিতে কাটসিনা রাজ্য পুলিশ জানিয়েছে, অপহৃতদের মধ্যে অন্তত ৮০ জন হিজবুররাহিম ইসলামিয়া নামের স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। সশস্ত্র অপহরণকারীরা মাহুতার নিকটবর্তী ডানবাউরে গ্রাম থেকে ১২টি গরুও চুরি করেছিল বলে পুলিশ জানিয়েছে। বিবিসি জানিয়েছে, পুলিশ অপহরণকারীদের পরিচয় বা তাদের উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করেনি, হামলাকারীদের শুধু ‘দস্যু’ বলে উল্লেখ করেছে। উত্তরপশ্চিম নাইজেরিয়ায় ‘দস্যু’ বলতে ফুলানি পশুপালক, সশস্ত্র পাহারাদারদের দল ও এমনকি উত্তরপ‚র্বাঞ্চল থেকে পালিয়ে আসা জঙ্গিদেরও বোঝানো হয় বলে বিবিসির লাগোস প্রতিনিধি জানিয়েছেন। এই ‘দস্যুরা’ মুক্তিপণের জন্যই অধিকাংশ অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ